Home, Tech Tips and news

Nokia 110 (2019) Review

গত ১ মাস এর বেশি সময় ধরে Nokia 110 (2019) ব্যাবহার করলাম
আপাতত একটা রিভিও দেয়ার চেস্টা করবো।

নোকিয়া ১১০ ফোনটি আমি রবিশপ থেকে অর্ডার করি।

ফোনের দাম ছিল ২১৫০ টাকা, অডার করার তিনদিনের মাথায় ডেলিভারি পেয়েছি।

আর ফোনের স্পেসিফিকেশন ছিলঃ-
১. ডিস্পলেঃ ১.৭৭ ইঞ্চি (১২০x১৬০ পিক্সেল)
২. ব্যাটারিঃ ৮০০ এমএএইচ
৩. সিমঃ ডুয়েল সিম সাপোট
৪. ক্যামেরাঃ ০.১ মেগাপিক্সেল এর ক্যামেরা
৫. র‍্যামঃ ৪ মেগাবাইট
৬. স্টোরজঃ ৩২ জিবি পর্যন্ত মেমোরিকার্ড সাপোট
৭. ইউএসবি ২.০ সাপোর্ট
৮. অটো কল রেকোর্ডিং
৯. টর্চ লাইট

এছাড়াও ফোনে ৫০০ কন্টাক্ট সেভ করে রাখা যাত
২০০ এস.এম.এস।

ফোনের বক্সে ছিলঃ-

১. চার্জার
২. হেডফোন
৩. ব্যাটারি
৪. ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল।

IMG_20191027_145909

ফোনের ইউজার এক্সপেরিয়েন্সঃ-

যদি এক কথায় বলি ফোনটা অনেক সিম্পল।
প্লাস্টিক বডির একটা ফোন, ওজনেও অনেক হালকা ১২০ গ্রামের মতন ছিল । পকেটে রাখলে যা বুঝা যায়না । প্রতিদিন আমরা যা ব্যাবহার  করি সেসব ফিচার ছাড়া আর তেমন কিছুই নেই।

ফোন কল, টেক্সট, গান/রেডিও শোনা,
ক্যালকুলেটর, টর্চ লাইট, অডিও রেকোর্ডিং এই ফিচার গুলাই রয়েছে।
তবে তারা অনেক সিম্পল করতে গিয়ে অনেক কিছুই দিতে ভুলে গিয়েছে। যে ফিচারগুলা একটা ফিচারফোনে থাকা দরকার। ফোনটা যদি কেউ লং টাইম কথা বলতে চান কিংবা সেকেন্ডারি একটা ফোন হিসাবে ব্যাবহার করতে চান তবে ঠিক আছে।

কারন, ফোনটি ১ বার চার্জ করার পর আমি গড়ে ৬ দিন এর মত ব্যাকাপ পেয়েছি। এই সময়ে কল করা,টেক্সট করা, আর গান শোনাটাই বেশি হয়েছে। একটা ফিচার ফোন থেকে এর বেশি আশা করা যায়না। এর অডিও কোয়ালিটি নরমাল ছিল। এতো আহামরি ভাল না আবার খারাপ ও বলা যায়না। আর হেডফোনে সাউন্ড কোয়ালিটি দাম অনুযায়ী সব ফিচারফোনে ফোনে যেমন থাকে ঠিক তেমনি পেয়েছি। লাউডস্পিকার এভারেজ লাউড ছিল।
ফোনটার ভাল দিক নিয়া যদি বলিঃ
তবে ফোনটার চার্জি ব্যাকাপ ছিল অসাধারণ,
আর এতে অটোকল রেকোর্ডিং ফিচার রয়েছে যেটা অন করে রাখলে প্রতিটা কল অটোমেটিক সেইভ হয়ে থাকে যা আমার কাছে বেশ উপকারী মনে হয়েছে।

আর ফোনটার যে সব দিক গুলা ভাল লাগেনাইঃ
প্রথমেই এতে ব্লুটুট নাই যা থাকাটা অনেক বেশি প্রয়োজন ছিল, তারপর স্টপওয়াচ নাই, নোট সেভ করা যায়না, আর গেমস অনেক গুলা দেয়া হয়েছে আর কিনে খেলা লাগবে। যা থাকলে ফোনটা আরো বেশি পছন্দ হত সবার।

IMG_20191027_145635

ফোনটা কিনে আপনি হতাশ হবেন তাও না , ২১৫০ টাকায় আপনি ব্রান্ডের একটা ফোন কিনতে পারেন আর যদি এটা পছন্দ না হয় আপনি এই দামে অন্যান্য ব্রান্ডের ফোন দেখতে পারেন।

 

2 thoughts on “Nokia 110 (2019) Review”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.